রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রচার ও গণসংযোগ শেষ হচ্ছে আজ রাত ১২টায়। শেষ মুহূর্তে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীরা। তাদের অনেকেই ছাপানো ইশতেহার বিতরণ করছেন। কুশল বিনিময় করছেন শিক্ষার্থীদের সঙ্গে। সোমবার সকাল থেকে আবাসিক হল, পরিবহণ, মার্কেট, সিনেট ভবন, শহীদ মিনারসহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় প্রার্থী ও শিক্ষার্থীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে। সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। যদিও প্রচার-প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের হিড়িক পড়েছে। এ ব্যাপারে অভিযোগ তুলে ছাত্রদল ও শিবির প্যানেল পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছে নির্বাচন কমিশনে। কিন্তু কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন একরকম নির্বিকার। এতে বড় প্যানেলের প্রার্থীরা বিভিন্ন উপায়ে ভোটারদের প্রভাবিত করছেন; বৈষম্যের শিকার হচ্ছেন স্বতন্ত্র প্রার্থীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ২৮ হাজার ৯০১ জন শিক্ষার্থী কেন্দ্রীয় ছাত্র সংসদের ২৩টি...