আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নাট্যব্যক্তিত্ব হেনরিক ইবসেন বলেছেন, ঋণগ্রস্ত ব্যক্তির কোনো আত্মমর্যাদা থাকে না। তাকে নানাভাবে অপমানিত-লাঞ্ছিত হতে হয়। ঠিক তেমনি ঋণগ্রস্ত জাতিরও কোনো আত্মমর্যাদা থাকে না। ঋণগ্রস্ত জাতিকে বিভিন্নভাবে অপদস্ত হতে হয়। অতিমাত্রায় ঋণগ্রস্ত জাতি কখনোই বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পারে না। কাজেই প্রতিটি দেশের লক্ষ্য থাকে কীভাবে তুলনামূলক স্বল্প পরিমাণ ঋণ গ্রহণ করে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করা যায়। প্রতিটি জাতিকে তার উন্নয়নের প্রাথমিক পর্যায়ে বিভিন্ন সূত্র থেকে ঋণ গ্রহণ করতে হয়। এটি দোষের কিছু নয়। কারণ ঋণ কোনো অনুদান বা করুণা নয়, ঋণ এক ধরনের অধিকার। ঋণগ্রহীতা দেশকে ঋণের ওপর আরোপিত সুদসহ নিয়মিত কিস্তি পরিশোধ করতে হয়। তাই ঋণকৃত অর্থের ওপর সংশ্লিষ্ট দেশের অধিকার জন্মে। গৃহীত ঋণের অর্থ কীভাবে কোন খাতে ব্যবহার করা হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের...