কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার গোমতী নদীর ভান্তির চরের সকালটা অন্যান্য দিনের মতোই কর্মচঞ্চল। এখন চোখে পড়ছে সাদা মূলার স্তূপ- কেউ জমি থেকে তুলছে, কেউ গোছাচ্ছে, কেউ আঁটি বেঁধে বাজারে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। চরের প্রতিটি ধাপে যেন শীতের আগাম আনন্দ বয়ে আসছে। ভান্তি গ্রামে ঘুরে দেখা যায়, নারী-পুরুষ সবাই এই মৌসুমের মূলা চাষের সঙ্গে জড়িয়ে আছেন। কৃষক আব্দুল ওহাব ও ফারুক হোসেন জানান, বর্ষার শেষে শরৎকালের শুরুতেই তারা বীজ বুনেছিলেন। শীত এখনও দেরি থাকলেও মূলা তোলা শুরু হয়েছে। পাইকারেরা ক্ষেত থেকে কিনে নিচ্ছেন। প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে, যা মৌসুমে এর চেয়ে বেশি দাম পাওয়া যায় না। এতে কৃষকরা খুশি। চরের পথে হাঁটতে হাঁটতে মনির হোসেনের ক্ষেত চোখে পড়ে। তিনি জানান, বেশিরভাগ কৃষকই পুরো জমির ফলন পাইকারদের...