আজ ১৪ অক্টোবর। ৫৬তম বিশ্ব মান দিবস (World Standards Day)। মূলত পণ্যসেবার মান উন্নয়ন ও বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতনতার তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য ÔA Shared vision for a better world অর্থাৎ ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে – মান’ । এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ বছর এসডিজি গোল-১৭: ‘Partnership to the goals’ বা ‘অভীষ্ট অর্জনে অংশীদারিত্ব’ কে প্রাধান্য দেয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো উন্নত ও উন্নয়নশীল সকল দেশের মধ্যে অর্থ, প্রযুক্তি, বাণিজ্য, সক্ষমতা বৃদ্ধি এবং নীতিগত সুসংগঠন-এর মতো পাঁচটি প্রধান ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি করা। এসডিজি ১৭ অর্জনের লক্ষে বিএসটিআই পণ্যের মান নিশ্চিত করে...