স্বাক্ষর অনুষ্ঠানের পর জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন প্রক্রিয়া সরকারের কাছে জমা দেবে জাতীয় ঐকমত্য কমিশন। কারণ, সনদের বাস্তবায়ন সংক্রান্ত সুপারিশ প্রণয়নের কাজ এখনো সম্পন্ন হয়নি। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠেয় স্বাক্ষর অনুষ্ঠান শেষে কমিশন এটি সরকারের কাছে আলাদাভাবে জমা দেবে। কমিশন সূত্র জানায়, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত ভাষ্য পাঠাবে কমিশন। তবে, এতে বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কিত কোনো সুপারিশ অন্তর্ভুক্ত থাকছে না। কমিশন আলাদাভাবে সেই প্রস্তাবগুলো অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে। যা সনদের অংশ হবে না। এছাড়া, দলগুলোর কাছ থেকে আর কোনো মতামত নেওয়া হবে না। যে খসড়া সংস্করণ আগে পাঠানো হয়েছিল, মূলত সেটিই কিছু ভাষাগত সংশোধনসহ চূড়ান্ত রূপে পাঠানো হচ্ছে। এ প্রসঙ্গে অধ্যাপক আলী রীয়াজ জানান, রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত ভাষ্য পাঠানো হবে মঙ্গলবার। এতে বাস্তবায়ন...