চিকিৎসা বিজ্ঞানে এক চমকপ্রদ অগ্রগতি এনে দিলেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা। তারা ল্যাবরেটরিতে এমন এক কৃত্রিম অণু (synthetic molecule) তৈরি করেছেন, যা মাত্র তিনটি ইনজেকশনেই ধ্বংস করতে পারে সবচেয়ে আক্রমণাত্মক স্তন ও অগ্ন্যাশয়ের ক্যানসার। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই আবিষ্কার ক্যানসার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষকদের দাবি, এই নতুন অণুটি শরীরে প্রবেশের পর প্রথমে ক্যানসার কোষ শনাক্ত করে এবং পরে শরীরের প্রতিরোধব্যবস্থাকে (immune system) সক্রিয় করে টিউমার ধ্বংসে কাজ শুরু করে। কেমোথেরাপির মতো এটি শরীরের সুস্থ কোষ ক্ষতিগ্রস্ত করে না—বরং লক্ষ্যভেদীভাবে শুধু আক্রান্ত অংশে কাজ করে। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে, চিকিৎসা শুরুর পরই টিউমারের আকার দ্রুত ছোট হতে থাকে। তৃতীয় ডোজ দেওয়ার পর বহু ক্ষেত্রেই ক্যানসার সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়। স্ট্যানফোর্ডের গবেষক দল জানিয়েছে, ফলাফল...