লক্ষ্যে থাকা প্রথম প্রচেষ্টায় এগিয়ে গেল জার্মানি। নর্দার্ন আয়ারল্যান্ড দ্বিতীয়ার্ধে বেশ উন্নতি করলেও সেই গোলই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের জয়ের জন্য যথেষ্ট হলো। ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপের ম্যাচে সোমবার রাতে ১-০ ব্যবধানে জিতেছে জার্মানি। একমাত্র গোল করেছেন নিক ভল্টামাডা। গত সেপ্টেম্বরে ঘরের মাঠে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ৩-১ গোলে জিতেছিল জার্মানি। প্রতিপক্ষের মাঠে ইতিবাচক শুরু করে জার্মানি। খেলার ধারার বিপরীতে চতুর্দশ মিনিটে তাদের জালে বল পাঠায় নর্দার্ন আয়ারল্যান্ড। তবে অফ সাইডের জন্য মেলেনি গোল। ৩১তম মিনিটে এগিয়ে যায় জার্মানি। ডেভিড রামের কর্নারে চমৎকার হেডে জাল খুঁজে নেন ভল্টামাডা। আন্তর্জাতিক ফুটবলে এটাই তার প্রথম গোল। দুই দল মিলিয়ে প্রথমার্ধে এই একটি শটই লক্ষ্যে রাখতে পারে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ আসে কারিম আদেয়েমির সামনে। ৪৭তম মিনিটে প্রতি আক্রমণে বল পেয়ে ডি...