কিলিয়ান এমবাপেকে ছাড়া খেলতে নেমে ফিনিশিংয়ে ভুগতে হলো ফ্রান্সকে। পিছিয়ে পড়ার পর অবশ্য পাঁচ মিনিটের মধ্যে দুই গোল করে এগিয়ে গেল দিদিয়ে দেশমের দল। তবে ঘরের মাঠে উজ্জীবিত ফুটবলে মূল্যবান পয়েন্ট আদায় করে নিল আইসল্যান্ড। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি সোমবার রাতে ২-২ গোলে ড্র হয়েছে। ভিক্তর পালসন আইসল্যান্ডকে এগিয়ে নেওয়ার পর সমতা ফেরান ক্রিস্তোফা এনকুনকু। জ্যঁ-ফিলিপ মাতেতার গোলে ফ্রান্স এগিয়ে যাওয়ার পর সমতা টানেন ক্রিস্টিয়ান লিনসন। টানা তিন জয়ের প্রথম পয়েন্ট হারাল ফ্রান্স। চার ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপের শীর্ষে আছে দুইবারের বিশ্বকাপ জয়ীরা। একই সময়ে আরেক ম্যাচে আজারবাইজানকে ২-১ গোলে হারানো ইউক্রেইন ৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। তিন নম্বরে আইসল্যান্ডের ৪ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে তলানিতে আজারবাইজান। গ্রুপের শীর্ষ দল সরাসরি পাবে ২০২৬ বিশ্বকাপের টিকেট। রানার্সআপ দল খেলবে...