কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যেমন ঐতিহ্যবাহী শিল্পকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে নতুন করে গড়ে তুলছে, তেমনই প্রাচীন প্রযুক্তিও এখন এআই-কে আরও উন্নত করছে। চীনের একদল গবেষক এমনই এক যুগান্তকারী উদ্ভাবন এনেছেন, যা প্রমাণ করছে মানুষ ও যন্ত্রের সীমারেখা কতটা ঘনিষ্ঠ হয়ে উঠছে। সম্প্রতি Science Advances জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, চীনের সুঝৌ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এমন এক বিশেষ কাপড় তৈরি করেছেন, যা মানুষের কণ্ঠ চিনে ফেলতে পারে। এই উদ্ভাবনের ফলে ভবিষ্যতে আমাদের পোশাকই হয়ে উঠতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ভার্চুয়াল সহকারী। গবেষক দলটির তৈরি কাপড়টির নাম দেওয়া হয়েছে ‘এ-টেক্সটাইল’ (A-Textile)। এটি সাধারণ কাপড়ের মতো নরম, নমনীয় ও ধোয়ার উপযোগী হলেও এর গঠন সম্পূর্ণ আলাদা। প্রচলিত ভারী ও কঠিন আকৃতির শব্দ শনাক্তকরণ যন্ত্রের বদলে এই কাপড় মানুষের কথার সময় পোশাকে সৃষ্ট প্রাকৃতিক স্থির বিদ্যুৎ...