বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে যুক্ত হলো নতুন এক নাম—কেপ ভার্দে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্রটি নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে বিশ্বকাপের মূল পর্বে। রোববার রাতে প্রাইয়ার ন্যাশনাল স্টেডিয়ামে এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে ২০২৬ সালের যুক্তরাষ্ট্র–মেক্সিকো–কানাডা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে তারা।এর মাঝে একটি ইতিহাসও গড়েছে তারা। ৫ লাখেরও কিছু বেশি জনসংখ্যার কেপ ভার্দে হয়ে গেল ইতিহাসে দ্বিতীয় সবচেয়ে ছোট জনসংখ্যার দেশ, যারা ফুটবল বিশ্বকাপে খেলতে যাচ্ছে—২০০৬ সালের আইসল্যান্ড (প্রায় ৩ লাখ জনসংখ্যা) ছাড়া এই কৃতিত্ব আর কারও নেই।বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আরও এক দেশদ্বীপদেশটির রাজধানী প্রাইয়ার স্টেডিয়ামটি রোববার ছিল উৎসবের এক কেন্দ্র। ১৫ হাজারেরও বেশি দর্শক নীল রঙে রাঙানো গ্যালারি থেকে একটানা গর্জন তুলছিলেন নিজেদের দল ‘ব্লু শার্কস’-এর জন্য। ম্যাচের প্রথমার্ধে গোল না পেলেও দ্বিতীয়ার্ধে যেন ফুটে ওঠে ইতিহাসের নেশা।৪৮তম মিনিটে...