দীর্ঘ ইনজুরি, বারবার অনুপস্থিতি—সবকিছুর পরও নেইমারের জন্য এখনো দরজা পুরোপুরি বন্ধ করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে ইতালিয়ান কোচ জানালেন, ফিট থাকলেই জায়গা পাওয়া সম্ভব দলের সবচেয়ে বড় তারকার জন্য।রোববার জাপানের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আনচেলত্তি। সেখানে তিনি বলেন, ‘যখন নেইমার ফিট থাকে, তখন সে যেকোনো দলের জন্য খেলতে পারে। শুধু ব্রাজিল নয়, বিশ্বের যেকোনো দলেই জায়গা পাওয়ার মতো মান আছে তার।’২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে মারাত্মক হাঁটুর ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের হয়ে মাঠে নামেননি নেইমার। এরপর কেটে গেছে ২৩টি ম্যাচ, সময়ের সঙ্গে সঙ্গে সেরে উঠলেও ফর্ম ও ফিটনেসের ঘাটতি তাকে আবারও দূরে রেখেছে আনচেলত্তির সাম্প্রতিক স্কোয়াড থেকে।সান্তোসে ফেরার পর কিছুটা আলো ছড়ালেও ধারাবাহিকতার অভাবে কোচের চোখে এখনো...