রাজধানীর আমেরিকান দূতাবাসের সামনে গুলশান থানা পুলিশ ও কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা অবস্থান নিয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত সোয়া একটার দিকে গুলশানের ডিপ্লোম্যাটিক জোনের আমেরিকান দূতাবাসের সামনে সরেজমিনে এসব দৃশ্য দেখা গেছে। বিষয়টি নিনিশ্চিত করে একটি গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, নিরাপত্তা ঝুঁকির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দূতাবাস এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সিটিটিসির বম্ব ডিসপোজাল ইউনিটসহ সিনিয়র কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। এ বিষয়ে জানতে চাইলে পুলিশের গুলশান বিভাগের সহকারী...