গাজায় যুদ্ধবিরতির পর শান্তির পরবর্তী ধাপ নিয়ে আলোচনায় অংশ নিতে মিশরের শার্ম আল-শেখ শহরে একত্র হয়েছেন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অগ্রগতি নিয়েই এ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যেই হামাস সোমবার সকালে মুক্তি দিয়েছে সব ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে, বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েল ও হামাসের রক্তক্ষয়ী সংঘর্ষ ১০ অক্টোবর আনুষ্ঠানিকভাবে শেষ হয়। এটি ছিল ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপের সফল সমাপ্তি। এই চুক্তির আওতায় বন্দি বিনিময়ের পাশাপাশি ধীরে ধীরে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে মিশরের পর্যটন শহর শার্ম আল-শেখে বন্ধ দরজার বৈঠকে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার...