বিশ্বের বেশিরভাগ সংস্কৃতিতে মানুষ মারা গেলে তাকে কবর দেওয়া হয় কিংবা দাহ করা হয়। কিন্তু ইন্দোনেশিয়ার তোরাজা (Toraja) জাতিগোষ্ঠীর মানুষরা মৃতদের সঙ্গে বসবাস করেন, হাঁটেন, এমনকি কথা বলেনও। শুনে অবাক লাগলেও, এই অদ্ভুত প্রথা তাদের কাছে পবিত্র এক বিশ্বাসের অংশ—যেখানে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন যাত্রার সূচনা। ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা তানা তোরাজা (Tana Toraja Regency) এই বিচিত্র সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানে মৃত্যু মানেই শোক নয়, বরং উৎসব। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, প্রিয়জন মারা গেলেও তিনি পুরোপুরি ‘মৃত’ নন, যতক্ষণ না তাঁর শেষকৃত্যের অনুষ্ঠান সম্পন্ন হয়। শেষকৃত্যের খরচ এতই বেশি যে অনেক পরিবার সারা জীবন সেই টাকার ব্যবস্থা করতে ব্যস্ত থাকে। তাই অনুষ্ঠান না হওয়া পর্যন্ত মরদেহ ‘তংকোনান’ (tongkonan) নামে পরিচিত বিশেষ কক্ষে মমি করে সংরক্ষণ করা...