বনের নীরব দুপুরে টক্-টক্ শব্দে ভেসে ওঠে এক মায়াবী ছন্দ। দূর থেকে মনে হয় কেউ যেন কাঠের গায়ে সুর তুলছে। আসলে ওটা কোনো বাদ্যযন্ত্র নয়। প্রকৃতির এক রঙিন শিল্পী, সবুজ-ডোরা কাঠঠোকরা। দুর্লভ দর্শন এই আবাসিক পাখিকে স্থানীয়ভাবে ‘দাগিগলা কাঠকুড়ালি’ নামেও ডাকা হয়। ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের পাতা ঝরা বনে দেখা মেলে এই পাখির। মায়াবী চোখ আর রঙিন পালকে তারা যেন বনের সবুজকে আরও উজ্জ্বল করে তোলে। খাদ্যের সন্ধানে এরা গাছের ডাল থেকে ডালে ঘুরে বেড়ায়, আবার কখনো নেমে আসে মাটিতেও। পিঁপড়া, উইপোকা, গুবরে পোকা এদের প্রধান খাদ্য। আশ্চর্যের বিষয়, ফুলের রসের প্রতিও রয়েছে তাদের টান। দিনের বেশিরভাগ সময় তারা কাটায় গাছে গাছে উড়ে বেড়িয়ে। সবুজ-ডোরা কাঠঠোকরার পিঠে হলদে সবুজ রঙ, বুক, গলা ও পেটে জলপাই ছোপ। পুরুষ পাখির কপাল...