আসন্ন রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিবির সমর্থিত প্যানেল 'সম্মিলিত শিক্ষার্থী জোট' এর প্রজেকশন মিটিংয়ে (পরিচিতি সভায়) শিক্ষার্থীদের বিতরণের উদ্দেশ্যে আনা খাবার ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে খাবার বিতরণ আচরণ বিধি লঙ্ঘনের আওতায় পড়ে না উল্লেখ করে পরিচিতি সভায় অসহযোগিতার অভিযোগ তুলে নির্বাচন কমিশন অফিসে মৌখিক অভিযোগ করে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ও ছাত্রশিবির নেতারা। সোমবার রাত সাড়ে ৮টায় নির্বাচন কমিশনের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন তারা। প্রত্যক্ষদর্শী, নির্বাচন কমিশন ও একাধিক ভিডিও ফুটেজ সূত্রে জানা যায়, আজ সন্ধ্যায় ছাত্রশিবির সমর্থিত প্যানেল খালেদা জিয়া ও মন্নুজান হলে প্রোজেকশন সভার আয়োজন করে। খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের বসার জন্য বাইরে থেকে চেয়ার ভাড়া করে নেয়। তবে হল প্রশাসন তাদের হলের ভেতরের চেয়ার-টেবিল দিয়েই কার্যক্রম চালাতে বলে। পরে রাত পৌনে ৮ টার...