পরিবারের বিরোধ গড়ায় আদালতে। ২০২৪ সালের ২৪ জুন আকলিমার বাবা মো. মাসুদ চাঁদপুর আদালতে একটি মামলা করেন। মামলার পর ২৬ জুন মো. হাসনাতকে আটক করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে প্রায় এক বছর ধরে চাঁদপুর জেলা কারাগারে বন্দি রয়েছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে উভয় পরিবারের মধ্যে দ্বন্দ্বের মীমাংসা হয়। এর পরিপ্রেক্ষিতে চাঁদপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারকের আদেশে গতকাল রোববার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা কারাগারেই আনুষ্ঠানিকভাবে মো. হাসনাত ও আকলিমা বেগমের বিয়ে সম্পন্ন হয়। চাঁদপুর জেলা কারাগার সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা ও কাবিননামার সময় বর এবং কনেকে বেশ উৎফুল্ল দেখা যায়। বিয়েতে উপস্থিত ছিলেন জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি হিসেবে একজন সহকারী কমিশনার, জেলা সমাজসেবা বিভাগের প্রতিনিধি, বর-কনে পক্ষের বাবা, নিকটাত্মীয় এবং স্থানীয় গণ্যমান্য...