গোমতী বিধৌত ইতিহাস, ঐতিহ্য ও শিক্ষার নগরী কুমিল্লাকে বিভাগ করার যৌক্তিকতা তুলে ধরে গত ১০ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের বিখ্যাত আলিফ রেস্টুরেন্টে গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অফ মিশিগানের উদ্যোগে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গ্রেটার কুমিল্লা অ্যাসোসিয়েশন অফ মিশিগানের সভাপতি মোহাম্মদ আলীর (জামাল) সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমানের পরিচালনায় ও সাইফ বাবুর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়।সভায় বক্তারা বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট জেলা হিসেবে কুমিল্লার বিভিন্ন গৌরব ও গুরুত্বের কথা তুলে ধরে অতিসত্বর কুমিল্লাকে বিভাগ ঘোষণা দাবিতে বক্তব্য রাখেন।সভায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা মোহাম্মদ ওয়াহিদ, মো. শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম ও সহ-সভাপতি আজহারুল চৌধুরী, যুগ্ম সম্পাদক মো. গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক সফিউল আলম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, যোগাযোগ বিষয়ক সম্পাদক নিয়াজুল চৌধুরীসহ সমাজ কল্যাণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ...