আরিফুজ্জামান কোরবান, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি. কয়েক দফায় নির্বাচনের তারিখ পরিবর্তনের পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোটগ্রহণের বাকি আর মাত্র তিন দিন। মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে প্রার্থীদের প্রচার। শেষ সময়ে প্রার্থীদেরকে বিভিন্ন অনুষদ, বিভাগ, চত্বর ও শিক্ষার্থীদের সমাগমস্থলে প্রচার চালাতে দেখা গেছে। নির্বাচনের আচরণবিধি অনুযায়ী, মঙ্গলবার রাত ১২টার পর আর কোনো প্রার্থী প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। রাকসুর ২৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন প্রার্থী, সিনেট প্রতিনিধি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনে ৫৯৭ জন প্রার্থী অংশ নিচ্ছেন। রাকসু নির্বাচনে প্রচারে প্রার্থীরা বেছে নিয়েছেন নানা অভিনব কৌশল। প্রচারের অংশ হিসেবে কেউ টাকার আদলে লিফলেট, আবার কেউ দলিল কিংবা পত্রিকার আকারে পোস্টার তৈরি করে শিক্ষার্থীদের হাতে...