১৪ অক্টোবর ২০২৫, ১২:১২ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:১২ এএম জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জাতীয় নির্বাচনের দিন গণভোট করলে আম ও ছালা দুইটাই যাবে। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। এদিন প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে ডা. তাহেরের নেতৃত্বে জামায়াতের প্রতিনিধিদলে ছিলেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার ও মতিউর রহমান আকন্দ। বৈঠকে জাতীয় সংসদ নির্বাচনের আগে অর্থাৎ নভেম্বর মাসে গণভোট চেয়ে জামায়াত নির্বাচন কমিশনে একটি লিখিত প্রস্তাবও দিয়েছে।বৈঠক শেষে ডা. তাহের সাংবাদিকদের বলেন, আমাদের কেউ কেউ বলেন- গণভোট করতে গিয়ে যদি ঝামেলা হয়ে যায় তাহলে জাতীয় নির্বাচন...