শনিবার রাত থেকেই আফগানিস্তান এবং পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর মধ্যে হঠাৎ করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। চলতি সপ্তাহের শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থলে তেহরিক-ই-তালেবান পাকিস্তানকে (টিটিপি) লক্ষ্য করে পাকিস্তান বিমান হামলা চালায়। নিহত হন জঙ্গি সংগঠনটির প্রধান। এর পর থেকেই সীমান্তে শুরু হয় হামলা-পাল্টা হামলা। কাবুলের ক্ষোভ: সার্বভৌমত্বে আঘাতইসলামাবাদের এই বিমান হামলাকে কাবুল 'কাপুরুষোচিত, নজিরবিহীন, হিংসাত্মক, উস্কানিমূলক এবং আফগানিস্তানের সার্বভৌমত্বে আঘাত' করা বলে অভিহিত করেছে। তালেবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান সীমা লঙ্ঘন করেছে। অন্যদিকে, শনিবারের হামলায় পাক সেনাদের বেশ কয়েকটি পোস্ট ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম। কিছু পোস্ট থেকে পাক সেনাবাহিনী পিছু হটতে বাধ্য হয় বলেও দাবি কাবুলের। মুত্তাকীর ভারত সফর ঘিরে বিতর্কএমন উত্তেজনার মধ্যেই আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী ভারত সফরে...