ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সৌভাগ্যবশত দুর্ঘটনার সময় রাস্তায় কোনো যানবাহন চলাচল করছিল না। ফলে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় রিটেইনিং ওয়াল ধসে রাস্তা তলিয়ে যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুরনো ওই সেতুর স্থায়িত্ব ও নির্মাণমান নিয়ে প্রশ্ন উঠেছে। সেতুটি নির্মিত হয়েছিল এক দশকেরও বেশি সময় আগে। এই সড়কটি ভোপালের পূর্ব বাইপাসের বিলখিরিয়া গ্রামের কাছ দিয়ে গেছে। এটি মধ্যপ্রদেশ রোড ডেভেলপমেন্ট করপোরেশনের (MPRDC) আওতাধীন রাজ্য সড়ক–১৮-এর অংশ, যা ইন্দোর, হোশঙ্গাবাদ, জবলপুর, জয়পুর, মাণ্ডলা ও সাগরসহ একাধিক গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ স্থাপন করে। MPRDC–এর বিভাগীয় ব্যবস্থাপক সোনাল সিনহা এনডিটিভিকে বলেন, “প্রায় ১০০ মিটার রাস্তা ধসে ৩০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। ঘটনাটি তদন্তে একটি দল গঠন করা হচ্ছে। প্রাথমিকভাবে...