ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজা যখন রক্তাক্ত, ঠিক তখনই অভ্যন্তরীণ আরেকটি রক্তক্ষয়ী সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে অঞ্চলটি। ফিলিস্তিনের গাজা শহরে সম্প্রতি ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে শাসকগোষ্ঠী হামাস এবং গাজার অন্যতম আলোচিত ও শক্তিশালী গোত্র দোকমুশ পরিবার (Dughmush family)। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রোববার গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনীর সঙ্গে স্থানীয় দোকমুশ পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এই সংঘর্ষে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন, যা গাজার অভ্যন্তরীণ রাজনীতিতে দীর্ঘদিনের টানাপড়েনের এক রক্তক্ষয়ী বহিঃপ্রকাশ। দক্ষিণ গাজা সিটিতে জর্ডানিয়ান হাসপাতালের কাছে হামাস যোদ্ধাদের সঙ্গে ওই অস্ত্রধারীদের গুলি বিনিময় হয়। হামাসের অভিযোগ: ইসরায়েলের দালাল দোকমুশহামাসের দাবি, দোকমুশ গোত্র ইসরায়েলের দালাল হিসেবে কাজ করছে এবং প্রতিরোধ আন্দোলনের কাঠামোর বাইরে সশস্ত্র তৎপরতা চালাচ্ছে, যা সরাসরি বিশ্বাসঘাতকতার শামিল। হামাস নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী শৃঙ্খলা...