এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের জামাল-হামজাদের হারের ক্ষত এখনো তাজা। হংকং চায়নার বিপক্ষে ৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৩-৩ সমতা।ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে গোল হজম করে হার। এএফসি অ -১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে জর্ডানের সঙ্গে ১-১ গোলে ড্র করছে বাংলাদেশ। শুরুতেই এগিয়ে যাওয়া বাংলাদেশ লিড ধরে রাখলো পুরো ম্যাচে। তবে ৮৮ মিনিটে গোল হজম করে ড্র দিয়ে আসর শুরু করতে হলো সাইফুল বারী টিটুর শিষ্যদের। ম্যাচের শুরুতেই প্রতির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর প্রতিপক্ষের উপর চাপ বজায় রেখে খেলতে থাকেন তারা। ম্যাচের নির্ধারিত সময়ের মিনিট দুয়েক আগে গোল হজম করে জয় বঞ্চিত হয় লাল সবুজের প্রতিনিধিরা। ম্যাচের তৃতীয় মিনিটে প্রীতির গোলে লিড নেয় বাংলাদেশ। বক্সের সামনে ফ্রি কিক নেন মামুনি চাকমা, প্রতিপক্ষের এক ডিফেন্ডারের শরীরে...