ইতালির রাজধানী রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) অনুষ্ঠানের ফাঁকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।সোমবার (১৩ অক্টোবর) এ বৈঠক অনুষ্ঠিত হয়।প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।এর আগে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জনগণের ক্ষমতায়নের পথে এগিয়ে যাবে বলে জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।আওয়ামী লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধারসোমবার ইতালির রোমে বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষুধার জন্য অর্থনৈতিক অব্যবস্থাপনাকে দায়ী করে দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়তে ছয় দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে রোমে বিশ্ব খাদ্য ফোরামের সদরদপ্তরে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় অন্তর্বর্তী সরকারপ্রধানকে স্বাগত জানান ঊধ্বর্তন কর্মকর্তারা। দেওয়া হয় ঊষ্ণ সংবর্ধনা।ড....