বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ছয় টাকা এবং খোলা তেল আট টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সোমবার একই সঙ্গে খোলা পাম তেলের দামও প্রতি লিটারে ১৩ টাকা বাড়নোর ঘোষণা দিয়েছে ভোজ্যতেল উৎপাদন ও পরিশোধনকারী কোম্পানিগুলোর সংগঠনটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ অক্টোবর মঙ্গলবার থেকে নতুন এ দর কার্যকর হবে। নতুন দর অনুযায়ী, প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হবে ১৯৫ টাকায়। এত দিন দর ছিল ১৮৯ টাকা। আর খোলা সয়াবিন তেল বিক্রি হবে ১৭৭ টাকায়, বর্তমান দাম ১৬৯ টাকা। নতুন দর অনুযায়ী, সয়াবিন তেলের ৫ লিটারের বোতলে দর বেড়েছে ২৫ টাকা। নতুন দর হবে ৯৪৫ টাকা, বর্তমানে তা ৯২০ টাকা। অপরদিকে প্রতি লিটার খোলা পাম তেলের দাম হবে ১৬৩ টাকা, যা...