ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচনা করল কেপ ভার্দে। দেশটির জাতীয় ফুটবল দল সোমবার এসওয়াতিনিকে ৩-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রাইয়ার ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে গোলগুলো করেন ডায়লন লিভ্রামেন্তো, উইলি সেমেদো এবং স্টপিরা। জয় নিশ্চিত করে আফ্রিকার বিশ্বকাপ বাছাইয়ের ‘ডি’ গ্রুপে শীর্ষে থেকে টুর্নামেন্টে জায়গা পায় পশ্চিম আফ্রিকার দ্বীপদেশটি। সরকার ম্যাচের দিন জাতীয় ছুটি ঘোষণা করে। প্রথম গোলের পর থেকেই সারা দ্বীপজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। কেপ ভার্দে এখন আফ্রিকা মহাদেশের সবচেয়ে ছোট দেশ হিসেবে বিশ্বকাপে যোগ দিয়েছে—ইতিহাসে দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ, আইসল্যান্ডের পর (যাদের জনসংখ্যা ৩.৪ লাখ)। কেপ ভার্দে চার পয়েন্টে পিছিয়ে রেখে দ্বিতীয় স্থানে থাকা ক্যামেরুনকে টপকে গ্রুপের শীর্ষে উঠে আসে। সোমবার ক্যামেরুন নিজেদের মাঠে অ্যাঙ্গোলার বিপক্ষে গোলশূন্য ড্র করে। এর আগে লিবিয়ার...