শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সরকার যখন রাজধানীর বড় সাতটি কলেজকে নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া গুছিয়ে এনেছে, তখন এ বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত একাডেমিক ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে আন্দোলনে নেমেছে শিক্ষক ও শিক্ষার্থীদের কয়েকটি পক্ষ। পরস্পরবিরোধী এ অবস্থান এতটাই প্রকট, যে এ নিয়ে সোমবার সকালে ঢাকা কলেজে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটেছে। ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠিত হচ্ছে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ নিয়ে। সরকার যখন এর গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে, তখন শিক্ষার্থীরা নতুন বিশ্ববিদ্যালয়টির আইনি কাঠামো দ্রুত নিশ্চিত করার পক্ষে অবস্থান নিয়েছেন। এ দাবিতে সোমবার দিনভর তারা শিক্ষা ভবনের সামনের সড়ক আটকে বিক্ষোভ দেখান। অন্যদিকে এই সাত কলেজ এবং সারা দেশের...