আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের পরিচিতি সভায় আনা ২০০ প্যাকেট খাবার ফেরত পাঠিয়েছে নির্বাচন কমিশন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল ও খালেদা জিয়া হলের ‘প্রজেকশন মিটিংয়ে’ (পরিচিতি সভায়) বিতরণের জন্য এসব খাবার এনেছিল শিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ আনা হয়েছিল। পরে নির্বাচন কমিশন হল ফটকে গিয়ে তা ফেরত পাঠায়। তবে ছাত্রশিবিরের দাবি রাকসুর আচরণবিধিতে খাবার বিতরণ ও ব্যয়সীমা বলা নেই। যেকারণে আচরণবিধি ভাঙেনি তারা। এদিকে পরিচিতি সভায় অসহযোগিতার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে গিয়ে মৌখিক অভিযোগ জানিয়েছে এ সংগঠনের সমর্থিত প্যানেলের প্রার্থী ও নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, সোমবার রাতে ছাত্রশিবির সমর্থিত প্যানেল খালেদা জিয়া ও মন্নুজান হলে পরিচিতি সভার আয়োজন করে। খালেদা জিয়া হলের শিক্ষার্থীদের বসার জন্য বাইরে থেকে চেয়ার ভাড়া করা হয়। তবে...