১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন বাঁচিয়ে রাখতে এখন বদ্ধপরিকর বাংলাদেশ জাতীয় ফুটবল দল। স্বপ্নপূরণের পথে আত্মবিশ্বাস নিয়েই বাছাইয়ে ‘সি’ গ্রুপে নিজেদের অ্যাওয়ে ম্যাচে আজ স্বাগতিক হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছেন জামাল ভূঁইয়ারা। গত বৃহস্পতিবার ঘরের মাঠে হোম ম্যাচে হতাশাজনক হারের পর এবার অ্যাওয়ে ম্যাচে ভুল শুধরে জয় পেয়ে ঘুরে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ লাল-সবুজের ফুটবলাররা। হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্ক মাঠে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। হোম ম্যাচ শেষে গত শুক্রবার দুপুরে ঢাকা থেকে রওয়ানা হয়ে রাতে হংকংয়ে পৌঁছে বাংলাদেশ দল। ভ্রমণক্লান্তি কাটাতে শনিবার সারাদিন বিশ্রামে থাকার পরের দিন থেকে পুরোদমে মাঠের অনুশীলন শুরু করেন বাংলাদেশের স্প্যানিশ প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলনে তিনি খেলোয়াড়দের...