১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম ২০২৩ সালের ৭ অক্টোবর জিম্মি হওয়া ইসরাইলিদের মধ্যে জীবিত আছেন এমন ২০ জনকে দাতব্য সংস্থা রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। গতকাল প্রথমে সাত ও পরে ১৩ জনকে মুক্তি দেয়া হয়। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে ইসরাইলি জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস। চুক্তির অন্যতম শর্ত হিসেবে বাকি ৪৭ জিম্মি ও এক ইসরাইলি সেনার লাশ ইসরাইলের কাছে হস্তান্তর করা হবে। জিম্মিদের মুক্তির খবরে তেল আবিবের ‘হোস্টেজ স্কয়ারে’ জমায়েত হওয়া হাজারো ইসরাইলি উল্লাসে ফেটে পড়েন। অপরদিকে, চুক্তির অংশ হিসেবে ইসরাইলের বিভিন্ন কারাগারে আটক হাজারো ফিলিস্তিনিদেরও মুক্তি দেয়া শুরু হয়েছে। মুক্তি পেতে যাওয়া ফিলিস্তিনিদের মধ্যে ২৫০ জনকে ইসরাইলের নিরাপত্তা লঙ্ঘনের...