শরিয়াহ ভিত্তিক দুর্বল পাঁচ ব্যাংক মিলে একটি বড় ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ চূড়ান্ত রূপ নিতে যাচ্ছে। ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক’ এর অ্যাকাউন্টে সরকার মূলধন হিসেবে ২০ হাজার কোটি টাকা দেওয়ার পরই এসব ব্যাংকের দায়িত্ব বুঝে নেবেন প্রশাসকরা। এরই মধ্যে কোন ব্যাংকে কাকে দায়িত্ব দেওয়া হবে এবং তাদের কাজ কী হবে, তা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রশাসকরা দায়িত্ব নেওয়ার পর প্রথম ধাপে আমানত সুরক্ষা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত ফেরত পাবেন আমানতকারীরা। এই কাজ হবে ১৭ দিনের মধ্যে।বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকে ৭৫ লাখ আমানতকারীর বর্তমান জমা আছে এক লাখ ৪২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ রয়েছে এক লাখ ৯৩ হাজার কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৪৭ হাজার কোটি টাকা বা ৭৬ শতাংশ এখন...