১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম ময়মনসিংহের ফুলপুর উপজেলায় সঞ্চয়ের কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে ক্রেডিট ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (সিডিএফ) নামের একটি ভুয়া এনজিও। ঋণ দেওয়ার প্রলোভনে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ৩০০ নারী এই প্রতারণার শিকার হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি মাসের ১ অক্টোবর ফুলপুর উপজেলার সাহাপুর গ্রামে একটি বাড়ি ভাড়া নিয়ে এনজিওটি সাইনবোর্ড টানিয়ে অফিস চালু করে। এর আগেই তাদের নিয়োজিত মাঠকর্মীরা দ্রুত ঋণ পাওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন গ্রামের নারীদের কাছ থেকে সঞ্চয়ের টাকা জমা নেওয়া শুরু করে। অফিস খোলার পর গ্রাম থেকে নারীরা এসে ১০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত সঞ্চয় জমা দেন এবং একটি করে পাসবই সংগ্রহ করেন। প্রতারক চক্রটি অফিসে নিজেদের লোকজন বসিয়ে ঋণ কার্যক্রমের অভিনয় চালিয়ে যায়,...