বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়টা যেন হাতের মুঠোয় চলে এসেছিল বাংলাদেশের। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। ক্লোয়ি ট্রায়ন আর নাদিনে ডি ক্লার্ক বলতে গেলে বাংলাদেশের জয় কেড়ে নিলেন। শেষ পর্যন্ত ৩ উইকেটে বাংলাদেশকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। ২৩২ রান তাড়া করতে নেমে আরও ৩ বল হাতে ছিল প্রোটিয়া নারীদের। ২৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটা সময় দক্ষিণ আফ্রিকা ৬৪ রানে ৪ উইকেট এবং ৭৮ রানে হারায় ৫ উইকেট। এমন পরিস্থিতিতে বাংলাদেশেই জিতবে মনে হচ্ছিল; কিন্তু কঠিন এই পরিস্থিতিতে খেলা ঘুরিয়ে দিলেন মারিজানে ক্যাপ, ক্লোয়ি ট্রায়ন ও নাদিনে ডি ক্লার্ক। ভারতের বিপক্ষে ম্যাচেও শেষ দিকে দ্রুত ৮৪ রান করে প্রোটিয়াদের জিতিয়েছিলেন ডি ক্লার্ক। আজও বাংলাদেশের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে দলকে জেতালেন তিনি। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে...