১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাস এখন উৎসবের নগরী। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে প্রচারণা, সেøাগান, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার ঝড়। পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, ভোটগ্রহণ হবে ১৬ অক্টোবর, প্রচারণা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। মোট ২৮,৯০১ ভোটার তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন এর মধ্যে নারী ১১,৩০৫ ও পুরুষ ১৭,৫৯৬ জন। প্রার্থীরা শিক্ষার্থীদের আকৃষ্ট করতে ব্যবহার করছেন ভিডিও, গান, পোস্টার ও সরাসরি প্রচারণা। ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এষা, বামজোট সমর্থিত গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ ও সম্মিলিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা দিনরাত প্রচারণা চালাচ্ছেন। গণযোগাযোগ বিভাগের শিক্ষার্থী সামিয়া সিদ্দিকী রিমি বলেন,...