চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) তিন দশক পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন আগামীকাল বুধবার। সোমবার ছিল চাকসু নির্বাচনে প্রচারের শেষদিন। রাত ১২টায় শেষ হয় প্রচার কার্যক্রম। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সময় পার করেন প্রার্থীরা। ক্যাম্পাসের শহীদ মিনার চত্বর, বুদ্ধিজীবী চত্বর, লেডিস ঝুপড়ি, কলা ঝুপড়ি, সমাজবিজ্ঞান ঝুপড়ি, প্রতিটি অনুষদ প্রাঙ্গণ, আবাসিক হল প্রাঙ্গণ, জিরো পয়েন্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে ছিল প্রার্থীদের প্রচারের ভিড়।বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সরেজমিনে দেখা যায়, প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। নানা প্রতিশ্রুতি দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছেন তাদের। নিজেদের প্রতিনিধি বেছে নিতে শেষ মুহূর্তে নানা সমীকরণ মেলাচ্ছেন ভোটাররা। নানা ধর্ম, বর্ণ, জাতিসত্তার বৈচিত্র্যের এক অনন্য বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশ্লেষকদের মতে, বেশ কয়েকটি সমীকরণে নির্ধারণ হবে চূড়ান্ত ফলাফল। সে সঙ্গে পূর্ণ প্যানেলে...