নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’ কমিটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়া হলে তা ‘ছিনিয়ে নেওয়া হবে’ বলে হুমকি দিয়েছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।সোমবার বিকেলে রায়পুরা পৌরসভা মাঠে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।সভায় বক্তারা অভিযোগ করেন, ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল বিএনপির ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবহেলা করছেন এবং দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে তাঁর কোনো ভূমিকা ছিল না। বক্তাদের দাবি, ‘যার বিরুদ্ধে একটি মামলাও হয়নি, যিনি একবারও জেলে যাননি, তিনি এখন নিজেকে রায়পুরার প্রার্থী হিসেবে প্রচার করছেন’— যা তৃণমূলের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে।বক্তারা বলেন, বকুল দু:সময়ে তৃণমূলের পাশে ছিলেন না এবং সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের লোকজনকেও আশ্রয়-প্রশ্রয়...