১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম প্রীতি ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনা দলে লিওনেল মেসি না থাকায় হতাশ হয়েছিলো অগনিত ভক্ত সমর্থকরা। বিষয়টি নিয়ে সবার মনে প্রশ্ন জেগেছিল। ম্যাচ শেষেই বিশ্বকাপ জয়ী অধিনায়কের না থাকার কারণ ব্যাখ্যা করেছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি। এরই মধ্যে এবার পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচ সামনে রেখে জাতীয় দলে যোগ দিয়েছেন মেসি এমনটাই জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন-এএফএ। আর্জেন্টিনা দলে যোগ দিয়ে ইতোমধ্যে অনুশীলন করেছেন মেসি। এমনটাই জানিয়েছেন আর্জেন্টিনার ক্রীড়া সাংবাদিক গাস্তন এদুল। আগামী ১৫ অক্টোবর ভোরে চেজে স্টেডিয়ামে পুয়ের্তো রিকোর বিপক্ষে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সে ম্যাচে মেসির মাঠে নামার সম্ভাবনা প্রবল। ঐ বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, ‘মেসির প্রত্যাবর্তন সবার মনে দারুণ প্রত্যাশা তৈরি করেছে। যা দর্শকদের জন্য আন্তর্জাতিক...