রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, গাজায় ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি মানবিক দিক থেকে ইতিবাচক হলেও এটি কোনোভাবেই স্থায়ী শান্তি আনবে না, যতক্ষণ না জাতিসংঘের প্রস্তাব অনুযায়ী পূর্ণাঙ্গ একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হচ্ছে। সোমবার নিজস্ব টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় মেদভেদেভ বলেন, “ইসরায়েলি জিম্মিদের এবং ফিলিস্তিনি বন্দিদের মুক্তি নিঃসন্দেহে ভালো পদক্ষেপ, কিন্তু এতে সমস্যার কোনো সমাধান হবে না। যতক্ষণ জাতিসংঘের গৃহীত প্রস্তাব অনুযায়ী একটি পূর্ণাঙ্গ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হয়, কিছুই বদলাবে না। যুদ্ধ চলবেই। সবাই এ সত্যটা জানে।” গাজার যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে সোমবার সকালে হামাস প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। সংগঠনটি আরও জানিয়েছে, একই দিনে তারা চারজন নিহত ইসরায়েলি বন্দির মরদেহও হস্তান্তর করবে। গত সপ্তাহে সাবেক মার্কিন প্রেসিডেন্ট...