১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম প্রধান উপদেষ্টার পুরোনো বক্তব্যের আংশিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, ছড়িয়ে পড়া ভিডিওটির সঙ্গে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক সফরের কোনো সম্পর্ক নেই এবং এটি সাম্প্রতিক সময়েরও নয়। গতকাল বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট এ তথ্য প্রকাশ করা হয়। বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, চলতি বছরের ২১ জুলাই রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করে প্রধান উপদেষ্টা একটি ভিডিওবার্তা দিয়েছিলেন। সেই ভিডিওবার্তার সংক্ষিপ্ত অংশ কেটে প্রচার করে তাঁর বিদেশ সফর নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম, পাশাপাশি দেশের...