সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৫-২০২৭’কে সামনে রেখে তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে তামাবিল স্থলবন্দর ব্যবসায়ী কার্যালয়ে এবং সন্ধ্যায় ফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরপর দুটি মতবিনিময় পর্বে ব্যবসায়ীরা চেম্বার প্রার্থীদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। জৈন্তাপুর ২নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলামের সভাপতিত্বে ও তামাবিল স্থলবন্দরের ব্যবসায়ী নেতা ইসমাইল হোসেনের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন স্থানীয় আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, চেম্বার নির্বাচনের প্রার্থী ও সংগঠনের নেতৃবৃন্দ। প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রেসিডেন্ট পদপ্রার্থী এহতেশামুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এনামুল কুদ্দুছ চৌধুরী এবং ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মো. নাফিস জুবায়ের চৌধুরী। তারা তামাবিল স্থলবন্দরের ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরে বলেন, স্থানীয় বাণিজ্যের উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে...