খুলনার ডুমুরিয়ায় চার মাস ধরে পানিতে তলিয়ে আছে বিদ্যালয় ভবন গত চার মাসের অধিক সময় ধরে তলিয়ে আছে বিদ্যালয় ভবন। বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম চলছে পাশের একটি মুরগির খামারে। সেই একই খামারে আবার বসবাস করছে তিনটি পরিবার। খামারে মুরগির বিষ্ঠার দুর্গন্ধ থাকলেও নিরুপায় হয়েই সেখানে থাকতে হয় শিক্ষক ও...