ফ্রিজ ও ডিপ ফ্রিজফ্রিজ ও ফ্রিজার সবসময় চালু থাকে, তাই এদের জন্য স্থিতিশীল বিদ্যুৎ প্রবাহ অপরিহার্য। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ‘মিস্টার স্পার্কি’–এর সহ-সভাপতি ড্যানিয়েল মক বলেন, “মাল্টিপ্লাগে ফ্রিজ বা ফ্রিজার লাগালে সার্কিট ‘ট্রিপ’ করতে পারে। এতে যন্ত্রও নষ্ট হতে পারে।” মাইক্রোওয়েভ ওভেনমাইক্রোওয়েভ চালু হলে ১২–১৫ অ্যাম্পিয়ার পর্যন্ত বিদ্যুৎ লাগে। মক সতর্ক করেছেন, “মাল্টিপ্লাগে মাইক্রোওয়েভ লাগালে অতিরিক্ত লোড পড়বে, সার্কিট ওভারহিট হবে এবং অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়বে।” ছোট রান্নাঘরের যন্ত্রপাতিকফি মেকার, টোস্টার বা ব্লেন্ডার অনেক সময় প্রচুর বিদ্যুৎ ব্যবহার করে। ট্রাই-কাউন্টি এয়ার সার্ভিসের প্রধান ডব্লিউজি হিকম্যান বলেন, “অনেক ক্ষেত্রে টোস্টার বা কফি মেকার মাল্টিপ্লাগে লাগানোর কারণে তারের ইন্সুলেশন গলে যায় এবং অগ্নিকাণ্ড ঘটেছে।” স্পেস হিটার ও এয়ার কন্ডিশনারএ ধরনের যন্ত্র সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করে। ববি লিন বলেন, “মাল্টিপ্লাগে স্পেস হিটার বা এয়ার কন্ডিশনার...