১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চাঁন মিয়া সড়কটি এখন স্থানীয়দের জন্য একপ্রকার মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন থাকায় গর্তে ভরা, ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন ইউনিয়নের ৬, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের প্রায় ১০ হাজার মানুষ, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ পথচারী এই সড়ক দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। বৃষ্টির সময় পুরো সড়কজুড়ে কাঁদা ও পানি জমে কর্দমাক্ত অবস্থার সৃষ্টি হয়। ফলে যানবাহন তো দূরের কথা, পথচারীদেরও হেঁটে পার হওয়া কষ্টকর হয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা শহীদ নুর বলেন, চরলক্ষ্যা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। জোনাকি স্কুলসহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক দিয়েই বিদ্যালয়ে যায়।...