টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া এলাকায় বাক ও শ্রবণপ্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের দেলদোয়ার থানাধীন নাসির গ্রুপ কোম্পানি এলাকায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)-এর সিপিসি-৩ সদস্যরা ইসমাইলকে গ্রেফতার করেন। গ্রেফতার ইসমাইল হোসেন নারান্দিয়া ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ কাউছার বাধন এক প্রেস ব্রিফিংয়ে জানান, প্রতিবন্ধী তরুণী প্রতিবেশী ইসমাইলের বাড়িতে নিয়মিত কাজ করতেন। তিনি জানান, গত ২৫ মার্চ ইসমাইলের স্ত্রী বাড়িতে না থাকার সুযোগে তরুণীকে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন ইসমাইল। পরে কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেন। তিনি আরও জানান, ভয়ে তরুণী ঘটনাটি দীর্ঘদিন গোপন রাখেন। পরে তার শরীরে পরিবর্তন দেখা দিলে পরিবার বিষয়টি জানতে চায়। ইশারা ও লেখনীর মাধ্যমে তরুণী জানান,...