অনূর্ধ্ব ১৭ নারীদের এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিক জর্ডানের বিপক্ষে ৮৮ মিনিট পর্যন্ত ১-০ গোলে এগিয়ে থেকেও জয় বঞ্চিত বাংলাদেশ। পরের মিনিটে সমতায় ফিরে জর্ডান এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে। ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলে ড্র দিয়ে। জয় হাত ছাড়া হলেও বাছাই পেরোনোর আশা অবশ্য টিকে আছে বাংলাদেশের। বাছাই পার হওয়ার লক্ষে ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে আগামী শুক্রবার শক্তিশালী চাইনিজ তাইপের মুখোমুখি হবে মেয়েরা। সোমবার (১৩ সেপ্টেম্বর) আকাবা স্টেডিয়ামে শুরুতে বাংলাদেশ লিড নেয় সুরভী আক্তার প্রীতির গোলে। বক্সের সামনে ফ্রি কিক নেন মামুনি চাকমা, প্রতিপক্ষের রক্ষণ দেয়ালে লেগে বল উপরে উঠে যায়। গোলমুখের সামনে ছুটে গিয়ে চলতি বলে হেডে লক্ষ্যভেদ করেন প্রীতি। ১৭ মিনিটে জর্ডানের হায়া আবু আলির দূরপাল্লার ফ্রি কিক সহজেই আটকান বাংলাদেশ গোলকিপার মেঘলা রানী রায়। একটু...