ব্র্যাক ব্যাংক পিএলসি সম্প্রতি তাদের নতুন ফিক্সড ডিপোজিট (FDR) মুনাফার হার ঘোষণা করেছে, যা কার্যকর হয়েছে ১ অক্টোবর ২০২৫ থেকে। নতুন এই রেট অনুযায়ী, গ্রাহকরা এখন এক মাস থেকে শুরু করে এক বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সঞ্চিত টাকার বিপরীতে নির্দিষ্ট হারে লাভ পাচ্ছেন। এবং ১২ মাস (১ বছর) মেয়াদের জন্য ৮.৭৫% মুনাফা প্রদান করছে ব্যাংকটি। এখন দেখা যাক, আপনি যদি ব্র্যাক ব্যাংকে ১ লক্ষ টাকা জমা রাখেন, তাহলে কত টাকা লাভ পাবেন— উল্লেখ্য, আপনি যদি টিন সার্টিফিকেট (TIN Certificate) জমা না দেন, তবে সরকার ১৫% উৎসে কর (Tax Deduction) কেটে নেবে। আর যদি টিন সার্টিফিকেট জমা দেন, তবে কর কাটা হবে ১০%। ব্র্যাক ব্যাংক আরও জানিয়েছে, গ্রাহকরা তাদের এফডিআর বা ডিপিএসের মূল টাকার ৯০% পর্যন্ত ঋণ (Loan) সুবিধা নিতে পারবেন।...