গত বছর থেকেই এখানে ভাঙন অব্যাহত রয়েছে। গত বছর নদী ভাঙনে হাটশেরপুরের একটি গুচ্ছগ্রাম বিলীন হয়। এ বছরও একই এলাকায় গত ৯ অক্টোবর থেকে ভাঙন তীব্র হয়। গত কয়েক দিনে নদীভাঙনের শিকার হয়ে হাটশেরপুর গ্রামের তারা প্রামাণিকের ছেলে বকুল মেম্বার, আজগর আকন্দের ছেলে ফজলু আকন্দ এবং সালামুদ্দিন তরফদারের ছেলে শাহিন মিয়ারসহ প্রায় ৩০টি পরিবারের বসতভিটা যমুনায় বিলীন হয়েছে। এসব পরিবার অন্যের জমিতে আশ্রয় নিয়েছে। নদী ভাঙনের ফলে হাটশেরপুর গুচ্ছগ্রামও ভাঙনের হুমকিতে রয়েছে, যেখানে নদীভাঙনের শিকার ৩০০টির বেশি পরিবার কয়েক বছর আগে বসতি স্থাপন করেছিল। হাটশেরপুর ইউনিয়নের হাটশেরপুর গ্রামের সাহাবুল ইসলাম বিপু বলেন, ‘গত ৪ দিনের নদীভাঙনে ৩০টির বেশি পরিবারের বসতভিটা যমুনায় বিলীন হয়েছে। আমার বাড়িটিও ভাঙনের শিকার হতে যাচ্ছে। এভাবে নদীভাঙন অব্যাহত থাকলে এ গ্রামের গুচ্ছগ্রাম যমুনায় বিলীন হবে। তাছাড়া...