১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ১২:০৫ এএম রাজধানীতে ছিনতাই বেড়েছে। রাজধানী কেন, সারা দেশেই বেড়েছে। পত্রিকান্তরে খবর বেড়িয়েছে, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত ফুটপাত, নির্জন গলি, বাসস্ট্যান্ড, ফুট ওভারব্রিজ ও পার্কসংলগ্ন এলাকায় চলে ছুরি-চাকু নিয়ে ছিনতাই। পথচারীদের পকেট ও ব্যাগ থেকে টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। ভয় দেখিয়ে মহিলাদের ভ্যানিটি ব্যাগ, মোবাইল, স্বর্ণালংকার লুটে নেয় তারা। রাজধানীর যাত্রাবাড়ী, তেজগাঁও, মোহাম্মদপুর, মিরপুর, ফার্মগেট, নিউমার্কেট, গুলিস্থান প্রভৃতি এলাকা ছিনতাইকারীদের নির্ভয়ক্ষেত্রে পরিণত হয়েছে। রাজধানীর আশেপাশের বিভিন্ন এলাকাসহ দেশের সকল শহর ও রাস্তাঘাটে ছিনতাইকারী ও রাহাজানদের দৌরাত্ম্য মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারী ও রাহাজানদের হাতে হতাহতের ঘটনা পর্যন্ত ঘটছে। পুলিশ সদর দফতরের পরিসংখ্যান মতে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে সারা...