ব্যাপক আয়োজন ও অংশগ্রহণ শেষে সব ধরনের আশঙ্কা ও উৎকণ্ঠাকে পেছনে ফেলে সফলভাবে শেষ হলো জমজমাট বৈশ্বিক প্রদর্শনী ‘ওসাকা এক্সপো ২০২৫’। বিশ্বজুড়ে নানা স্থানে চলমান বৈরিতা ও সংঘাতের মধ্যে ছয় মাস ধরে ভিন্ন এক জগতের দেখা মিলেছিল জাপানের কানসাই অঞ্চলের ওসাকায় নির্মিত কৃত্রিম ইউমেশিমা দ্বীপে। ১৫৮টি দেশ ও ভূখণ্ডের প্রতিনিধিরা নিজ নিজ প্যাভিলিয়নে সেখানে অবস্থান করেছিলেন পাশাপাশি। ছিল জাতিসংঘ ও রেডক্রসের মতো আন্তর্জাতিক সংগঠনগুলোও। এ সময় চলেছে জাপানকে কেন্দ্রে রেখে অংশগ্রহণকারী দেশগুলোর দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, হয়েছে নানামুখী বাণিজ্যের প্রসার। সেখানে বিশ্বের ক্ষুদ্র থেকে বৃহৎ দেশগুলো নিজ নিজ সামর্থ্য অনুযায়ী নিজেদের সংস্কৃতি, সাফল্য ও আগামীর পরিকল্পনা তুলে ধরেছে। আর এসব কিছুর কেন্দ্রেই ছিল সংঘাতমুক্ত, পরিবেশবান্ধব ও ঐশ্বর্যময় এক পৃথিবীর স্বপ্ন, ছিল বিজ্ঞানের অভূতপূর্ব উন্নতিকে মানবকল্যাণে কাজে লাগানোর যৌথ প্রতিশ্রুতি। বাংলাদেশ,...